বাঙ্গালী উৎসব মুখর জাতি। বার মাসে তের পার্বণের দেশে একটা না একটা উৎসব লেগেই থাকে। ঈদ কিংবা পূজা, বৈশাখ কিংবা ফাল্গুন উৎসবের একটু রঙ দেখলেই নানান ধরণের খাবারের মেলায় মেতে উঠে পুরো জাতি। রান্নাঘর.কম ও সেই সব বিশেষ মুহুর্তের স্পেশাল খাবার দিয়ে মাতিয়ে রাখবে আপনাদের।