প্রিয় রান্নাঘর পাঠক রান্নাঘর ডট কম এর আজকের আয়োজন কোয়েলের ঝাল ভুনা। কোয়েল ভুনা বা রোস্ট যেভাবেই করা হোকনা কেন খেতে অত্যন্ত সুস্বাদু। তাহলে দেরি না করে দেখে নিন কিভাবে রান্না করবেন কোয়েলের ঝাল ভুনা।
Servings: ৪ জন
Prep Time: ১০ মি.
Cook Time: ৩৫ মি.
Total Time: ৪৫ মি.
উপকরন
- আস্ত কোয়েল ৪ টি
- পেঁয়াজ কুঁচি ২/৩ কাপ
- আদা বাটা ১ চা চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- টমেটো বাটা ১ টেবিল চামচ
- জিরা গুঁড়া ১ চা চামচ
- ধনিয়া গুঁড়া ১ চা চামচ
- মরিচ গুঁড়া ১ চা চামচ বা স্বাদমত
- হলুদ গুঁড়া ১/২ চা চামচ
- স্পেশাল গুঁড়া মশলা ১/৮ চা চামচ
- আস্ত গোলমরিচ ৩-৪ টি
- তেজপাতা ২ টি, দারচিনি ২ টুকরা, এলাচ ৩ টি, লবঙ্গ ৩-৪ টি
- লবন পরিমানমতো
- আস্ত কাঁচা মরিচ ৪-৫ টি
- তেল ১/৪ কাপ (তেলের বদলে ঘি ও দেয়া যাবে)
নির্দেশনা
১। প্রথমে কোয়েল পাখিগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর আস্ত কোয়েলগুলো সামান্য লবন, হলুদ এবং মরিচ দিয়ে মেখে কিছুক্ষন মেরিনেট করে রাখুন।
২। চুলায় তেল গরম দিয়ে কোয়েলগুলোর দুই পিঠ হালকা ভেজে তুলে নিন।
৩। এখন ঐ তেলের মধ্যে এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এবং পেঁয়াজ কুঁচি দিয়ে কিছুক্ষন ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে এলে চুলার আঁচ মাঝারি রেখে এতে হলুদ, মরিচ গুরা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিন।
৪। মশলাগুলো ভাল করে নেড়ে জিরা, ধনিয়া এবং স্পেশাল গুঁড়া মশলা দিয়ে সামান্য নেড়ে অল্প গরম পানি দিন। মশলা বেশ সময় নিয়ে অল্প অল্প পানি যোগ করে কষিয়ে নিন। কষানোর মাঝামাঝি সময়ে মশলার মধ্যে টমেটো বাটা দিন।
৫। মশলা অনেক সময় ধরে কষাতে কষাতে মশলার উপর তেল উঠে গেলে এর মধ্যে কোয়েলগুলো দিয়ে সব ভালভাবে নেড়ে দিন।
৬। এখন চুলার আঁচ মাঝারি রেখে পাত্র ঢেকে দিয়ে রান্না করুন যাতে কোয়েলের ভিতর সুন্দর ভাবে মশলা ঢুকে। কিছুক্ষন পর পাত্রের ঢাকনা তুলে কোয়েলগুলো উলটে দিন। আবার পাত্র ঢেকে দিন। মাংস সময় নিয়ে কষিয়ে নিন।
৭। কোয়েলগুলো মাঝে মাঝে হালকাভাবে নেড়ে দিন যাতে পাত্রের নিচে লেগে না যায়। কোয়েলের মাংস থেকে পানি বের হয়ে সেই পানি টেনে গেলে মাংসে ১/২ কাপ গরম পানি যোগ করুন। পাত্র আবার ঢেকে দিন।
৮। এখন মাংসের ঝোল ঘন হয়ে গেলে মাংসের উপর আস্ত কাঁচা মরিচ ছড়িয়ে দিন। এরপর চুলা বন্ধ করে কোয়েলের পাত্র ঢেকে রেখে দিন একেবারে পরিবেশনের আগ পর্যন্ত।
৯। সবশেষে পরিবেশন করুন গরম গরম সাদা ভাত বা পোলাও এর সাথে সুস্বাদু কোয়েলের ঝাল ভুনা।