রেসিপি উৎসব

বন্ধুরা, রান্নাঘর ডট কমে চলছে রেসিপি উৎসব। এ উৎসবে আপনিও যোগ দিন। আপনার সম্পুর্ণ নিজস্ব রেসিপি যা শুধু একান্ত আপনার তা লিখে পাঠান আমাদের কাছে। রান্নাঘর ডট কম আপনার অমুল্য সে রেসিপি প্রকাশ করবে আমাদের সাইটে।

 

এক নজরে দেখে নিন রেসিপি লিখে পাঠানোর নিয়মাবলী

 

খাবারের ছবি
  • যে খাবারের রেসিপি করবেন তার ছবির মাপ হতে হবে কমপক্ষে ১০৮০ বাই ৮৪০ পিক্সেল।
  • চেষ্টা করবেন যাতে ছবি পরিস্কার পরিচ্ছন্ন ও ঝকঝকে হয়।
  • খাবারের ছবি সম্পুর্ণ ভাবে আপনার নিজস্ব তোলা হতে হবে। কোন ভাবেই অন্য কোন ব্যাক্তি বা উৎস হতে ছবি প্রদান করা যাবে না যা কপিরাইট আইন লঙ্ঘন করে।

 

রেসিপি ফরম্যাট
  • ভুমিকা

– খাবার বিষয়ক সুন্দর ভুমিকা উপস্থাপন করুন।

  • রেসিপি ব্যাবস্থাপনা

– রেসিপি তৈরী করতে কত সময় লাগবে, কতজনের জন্য খাবার পরিবেশিত হবে সে বিষয়ক তথ্য প্রদান করুন।

  • উপকরণ

– রেসিপি তৈরীর উপকরন সমূহের তালিকা প্রদান করুন।

  • নির্দেশনা

– নির্ভূল ভাবে রেসিপি তৈরীর নির্দেশনা লিখুন যাতে পাঠক সহজে বুঝতে পারে কিভাবে ধাপে ধাপে আপনি খাবারটি তৈরী করেছেন।

  • টিপস্ বা নোট

– এ ভাগে রেসিপি তৈরীতে হেল্প টিপস্ বা নোট দিতে পারেন।

 

রেসিপি ফরম্যাটের উদাহরণ

 

রেসিপি পাঠানোর উপায়
  • সম্পুর্ন রেসিপি বাংলা লিখে recipe@rannaghaar.com ঠিকানায় ই-মেইল করে পাঠান। অথবা সরাসরি ইনবক্স করতে পারেন আমাদের https://facebook.com/rannaghaar/ পেইজের ইনবক্সে। বাংলায় টাইপ করতে না পারলে একটি সাদা কাগজে উপরের নির্দেশনা অনুসরন করে তার ছবি তুলেও আমাদের কাছে পাঠাতে পারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *